Total Bangla Logo
For bangla আজ শুক্রবার 2:38 pm
28 July 2017    ১৩ শ্রাবণ ১৪২৪    04 ذو القعدة 1438

তিন দশকে এবার নজিরবিহীন রেমিটেন্স ধ্বস : বিশ্বব্যাংক

তিন দশকে এবার নজিরবিহীন রেমিটেন্স ধ্বস : বিশ্বব্যাংক

পর পর দুই বছর উন্নয়নশীল দেশগুলোতে প্রবাসী আয়ের প্রবাহে ধস নেমেছে, যে প্রবণতা গত তিন দশকে দেখা যায়নি বলে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আমেরিকার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠক চলার সময় বৃহস্পতিবার (১৯ এপৃল ২০১৭) অভিবাসন ও উন্নয়ন বিষয়ক হালনাগাদ এই প্রতিবেদন প্রকাশ করা হয়।