Total Bangla Logo
For bangla আজ বৃহস্পতিবার 12:39 am
27 July 2017    ১১ শ্রাবণ ১৪২৪    02 ذو القعدة 1438

সুপৃম কোর্টের সামনে গৃক দেবী নয়, পবিত্র কুরআনের স্তম্ভ চাই

যাকুয়ান রিদা, নিজস্ব সাংবাদিক

টোটালবাংলা২৪.কম

প্রকাশিত : ১২:২২ এএম, ১৯ এপ্রিল ২০১৭ বুধবার

একটি তাৎক্ষণিক নমুনা চিত্র তুলে ধরা হলো।

একটি তাৎক্ষণিক নমুনা চিত্র তুলে ধরা হলো।

সুপৃম কোর্টের সামনে স্থাপিত গৃক দেবী থেমিসের মূর্তি সরানোর দাবিতে দেশজুড়ে বাংলাদেশ ইসলামিক ইউনিয়ন সহ বিভিন্ন দল ও সংগঠন আন্দোলন করছে। এ দাবিতে যুক্ত হয়েছে ইসলামিক দলগুলোর বাইরেও জাতীয় পার্টিসহ আরও অনেকেই। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, তিনি এই মূর্তি পছন্দ করেন না। তাহলে কেন এখনও গৃক দেবীর মূর্তিটি সরানো হচ্ছে না? এমন প্রশ্ন তুলে এক বিবৃতিতে বাংলাদেশ ইসলামিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা জনাব হাসানুল কাদির বলেন, অবিলম্বে গৃক দেবীর  মূর্তিটি সরিয়ে একই স্থানে পবিত্র কুরআনের স্তম্ভ স্থাপন করতে হবে। তা না হলে দেশের সকল স্তরের তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

 

আরও পড়ুন : খালেদা-তারেককে সব মামলায় বেকসুর খালাস দিতে হবে : ইসলামিক ইউনিয়ন


জনাব হাসানুল কাদির বলেন, বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের জন্মভূমি। এই দেশের সুপৃম কোর্টের সামনে ন্যায়ের প্রতীক হিসেবে কিছুতেই গৃক দেবীর  মূর্তিকে মেনে নেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে তিনি বলেন, অবিলম্বে পবিত্র কুরআনের স্তম্ভ বসিয়ে সকলেই সওয়াবের অধিকারী হোন। না হলে আপনাদের ওপর আল্লাহর গজব নেমে আসবে। সেই গজব কেউ ঠেকাতে পারবে না। 

 

আরও পড়ুস : গৃক মূর্তি ভাঙা এবং চিফ জাসটিসকে বরখাস্ত করতে ইইউ’র আলটিমেটাম