Total Bangla Logo
For bangla আজ বৃহস্পতিবার 12:41 am
27 July 2017    ১১ শ্রাবণ ১৪২৪    02 ذو القعدة 1438

মাজাভাঙা ইসি ঢেলে সাজানোর দাবি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টোটালবাংলা২৪.কম

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২৬ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার

মাজাভাঙা ইসি ঢেলে সাজানোর দাবি ইসলামী আন্দোলনের

মাজাভাঙা ইসি ঢেলে সাজানোর দাবি ইসলামী আন্দোলনের

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী ইলেকশন দিতে হবে। এ দাবির সঙ্গে বর্তমান ইলেকশন কমিশনকে ‘মাজাভাঙা’ মন্তব্য করে ইলেকশন কমিশনকেও ঢেলে সাজানোর দাবি করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ঢাকা জেলা কমিটির এক সভায় এমন দাবি জানানো হয়।
               
বুধবার (২ নভেম্বর ২০১৬) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা কমিটির মজলিসে আমেলার সভায় আলহাজ সৈয়দ আলী মোস্তফা এসব কথা বলেন। এতে তিনি সভাপতি ছিলেন। সেক্রেটারি আলহাজ শাহাদাত হোসেন সভা পরিচালনা করেন। সভায় বক্তব্য দেন, দলটির জেলা কমিটির সহ-সভাপতি আলহাজ হানিফ মিয়া, আব্দুর রাজ্জাক বেপারী, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক ডা. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুহা. হাসমত আলী, মাওলানা নূর হোসাইন, মুফতি আব্দুল করীম, মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা জহিরুল ইসলাম, মুফতি ইজহারুল ইসলাম, হাজী আব্দুল মালেক, ডা. দেলোয়ার হোসেন, টি এম মাহফুজুর রহমান প্রমুখ।

সৈয়দ আলী মোস্তফা বলেন, নিরপেক্ষ ইলেকশনের স্বার্থে ইলেকশন কমিশনকে ঢেলে সাজাতে হবে। বর্তমান ‘মাজাভাঙা’ ইলেকশন কমিশন দিয়ে নিরপেক্ষ ইলেকশন অনুষ্ঠান সম্ভব নয়। দলনিরপেক্ষ ইলেকশন কমিশন ছাড়া সুষ্ঠু ইলেকশন যে সম্ভব নয়, গত সিটি, পৌর ও ইউপি ইলেকশনগুলোই এর বাস্তব নজির। গত ইলেকশনের মতো যেনতেনভাবে ফের ইলেকশন করে দেশের সম্পদ নষ্ট করার কোন প্রয়োজন নেই।-প্রেস রিলিজ