Total Bangla Logo
For bangla আজ শুক্রবার 2:47 pm
28 July 2017    ১৩ শ্রাবণ ১৪২৪    04 ذو القعدة 1438

আগামী বছর

বাংলাদেশে আসছেন পোপ ফ্রানসিস

ধর্ম ডেস্ক

টোটালবাংলা২৪.কম

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৩ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:২৭ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার

পোপ ফ্রানসিস

পোপ ফ্রানসিস

রোববার আজারবাইজান থেকে প্যাপাল প্লেন বা পোপের নিজস্ব বিমানে রোমে ফেরার পথে ২০১৭ সালে নিজের ভ্রমণ পরিকল্পনার কথা জানিয়েছেন পোপ।

আগামী বছর বাংলাদেশ এবং ভারত সফরের ব্যপারে তিনি `প্রায় নিশ্চিত` বলে জানিয়েছেন।

এ সফরের কোন দিনক্ষণ নির্দিষ্ট করা হয়নি এখনো।

এছাড়া মে মাসে পর্তুগাল যাবেন পোপ, দেশটির ঐতিহ্যবাহী ফাতিমার তীর্থযাত্রায় যোগ দিতে।

এছাড়া আফ্রিকায় যেতে চান পোপ, তবে ঠিক কোন দেশে তা এখনো নিশ্চিত করা হয়নি।

সেটি নির্ভর করবে ঐ অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির ওপর।

২০১৩ সালে দায়িত্ব গ্রহণের পর পোপ ইতিমধ্যেই সর্বোচ্চ ১৬টি রাষ্ট্রে ভ্রমণ করেছেন।

এক্ষেত্রে সাধারণভাবে বিশ্ব মাধ্যমে কম মনোযোগ পায়, সেসব দেশই বেশি প্রাধান্য পেয়েছে পোপের ভ্রমণ তালিকায়।