Total Bangla Logo
For bangla আজ বৃহস্পতিবার 12:40 am
27 July 2017    ১১ শ্রাবণ ১৪২৪    02 ذو القعدة 1438

দিল্লির নিজামুদ্দিন (রহ) দরগার দুই সুফি পাকিস্তানে নিখোঁজ

চৈতি খন্দকার, সাব-এডিটর

টোটালবাংলা২৪.কম

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:১৫ এএম, ১৯ মার্চ ২০১৭ রবিবার

দিল্লির অালোচিত হজরত নিজামুদ্দিন (রহ)-এর দরগা

দিল্লির অালোচিত হজরত নিজামুদ্দিন (রহ)-এর দরগা

দিল্লির সুপরিচিত হজরত নিজামুদ্দিন দরগার প্রধান খাদেমসহ দুই সুফি সাধক পাকিস্তানে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন। এই তথ্য নিজেই টুইট করে জানিয়েছেন ইনডিয়ার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।


তাঁদের খুঁজে বের করতে পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলেছে ইনডিয়ার বিদেশ মন্ত্রণালয়।

 

 

 পাকিস্তান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসলামাবাদের ইনডিয়ান হাইকমিশন থেকে তারা এই দুজনের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি জেনেছেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

 

আরও পড়ুন-

 

 

# ট্রাম্পের বিরুদ্ধে ডাকিনীদের ‘জাদুমন্ত্র’

......................................................................

# ৫০ বছরে বিশ্বের বড় ধর্ম হবে ইসলাম, ৫০ সালে বেশি মুসলিম ইনডিয়ায়

....................................................................

# এ বছর শান্তির নোবেল পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প?

 


হজরত নিজামুদ্দিন (রহ) দরগার প্রধান মওলানা সৈয়দ আসিফ আলি নিজামি এবং তাঁর ভাইয়ের ছেলে নাজিম নিজামি পাকিস্তানে গিয়েছিলেন সেখানকার কয়েকটি দরগায় চাদর চড়াতে, কয়েকজন আত্মীয়ের সঙ্গে দেখা করতে।মি. নিজামির পুত্র সাজিদ আলি নিজামি গণমাধ্যমকে জানিয়েছেন "প্রথমে করাচি থেকে লাহোরে গিয়ে বাবা ফরিদের দরগায়, এরপরে আরেকটি সুফি দরগা দাতা দরবারে চাদর চড়ান। সেখান থেকে লাহোর এয়ারপোর্টে গিয়েছিলেন করাচির বিমান ধরতে।

 

আরও পড়ুন-এ কালের কালিদাস"কর্মকর্তারা কিছু নথিপত্র পরীক্ষার জন্য আমার ভাইকে আটকান সেখানে, বাবাকে বিমানে চড়তে বলা হয়। এরপর থেকেই তাঁর কোনো খোঁজ নেই। দুজনের মোবাইল ফোনও বন্ধ - জানান সাজিদ নিজামি।

বিদেশসচিব এস জয়শঙ্কর এ ব্যাপারে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।-বিবিসি